আমি জীবন খান। গত ৫ বছর ধরে ফেসবুক মার্কেটিং ও ওয়েব ডিজাইন নিয়ে কাজ করছি।
এই সময়ে অসংখ্য প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছি এবং অনেক ব্র্যান্ডকে অনলাইনে
এগিয়ে নিতে সহায়তা করেছি।
ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে ব্যবসায়ীদের সঠিক গ্রাহকের কাছে পৌঁছাতে,
বিক্রি বৃদ্ধি করতে এবং ব্র্যান্ড পরিচিতি গড়ে তুলতে কাজ করি। ওয়েব ডিজাইন এর মাধ্যমে তৈরি করি আধুনিক, রেসপনসিভ ও ইউজার-ফ্রেন্ডলি ওয়েবসাইট।
আমার লক্ষ্য হচ্ছে তরুণদের ডিজিটাল দক্ষতায় সমৃদ্ধ করা এবং ব্যবসায়ীদের
অনলাইন জগতে সফল হতে সাহায্য করা।
আমরা একদম নতুনদের কথা ভেবে কোর্সটি সাজিয়েছি। প্রথম ক্লাস থেকেই আপনাকে হাতে-কলমে দেখিয়ে, ধাপে ধাপে প্র্যাকটিস করিয়ে দক্ষ করে তুলি। শুধু থিওরি নয়—প্রতিটি লেসনের সাথে আছে রিয়েল প্রজেক্ট, যাতে কাজ শুরু করার আগেই আপনার আত্মবিশ্বাস তৈরি হয়।
সহজ থেকে সহজভাবে বোঝাতে আমরা প্রতিটি লেসন ছোট ছোট স্টেপে ভাগ করেছি—কি, কেন এবং কিভাবে—সবকিছু পরিষ্কার ব্যাখ্যা, স্ক্রিন-শেয়ার, টেমপ্লেট ও চেকলিস্টসহ। আপনি যত ধীরেই শুরু করুন না কেন, ধারাবাহিকভাবে এগোতে পারলেই এক্সপার্ট লেভেলে পৌঁছাতে পারবেন।
আপনার লক্ষ্য যদি সত্যি শিখে ক্যারিয়ার শুরু করা হয়—তাহলে এই কোর্সে আপনি পাবেন ক্লিয়ার রোডম্যাপ, নিয়মিত অনুশীলনের অভ্যাস, এবং সমর্থনমূলক কমিউনিটি—যেখান থেকে সাহায্য নিয়ে যেকোনো বাধা পেরিয়ে যেতে পারবেন।
“আজ একটু শিখুন, কাল একটু প্র্যাকটিস করুন—কালকের আপনি আজকের চেয়ে এগিয়ে থাকুন। ধারাবাহিকতাই একদিন আপনাকে এক্সপার্ট বানাবে।” — WP Expert Hoi
“একটি সুন্দর ও কার্যকর ওয়েবসাইটই আপনার ব্যবসার সফলতার প্রথম ধাপ।”