🔒 গোপনীয়তা নীতি (Privacy Policy)

সর্বশেষ হালনাগাদ: ০৩ সেপ্টেম্বর ২০২৫
ওয়েবসাইট: wpexperthoi.com

1. ভূমিকা

আমরা WP Expert Hoi (wpexperthoi.com)-এ আপনার ব্যক্তিগত তথ্য এবং গোপনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। আমাদের ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি এই নীতির শর্তাবলীতে সম্মত হচ্ছেন।

2. আমরা কোন তথ্য সংগ্রহ করি

  • নাম, ইমেইল, ফোন নম্বর
  • বিলিং ও শিপিং ঠিকানা
  • পেমেন্ট সম্পর্কিত তথ্য (সরাসরি সংরক্ষণ করা হয় না)
  • ব্রাউজার, IP Address, কুকিজ ডেটা

3. আমরা কীভাবে তথ্য ব্যবহার করি

  • অ্যাকাউন্ট তৈরি ও পরিচালনা
  • কোর্স ও প্রোডাক্ট ডেলিভারি
  • অর্ডার কনফার্মেশন ও সাপোর্ট
  • ওয়েবসাইট নিরাপত্তা ও মানোন্নয়ন
  • অফার বা আপডেট জানানো (ইমেইল/নোটিফিকেশন)

4. তথ্য শেয়ারিং

আমরা আপনার তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। তবে পেমেন্ট প্রসেসর, কুরিয়ার সার্ভিস এবং আইনগত প্রয়োজনীয়তায় সীমিতভাবে শেয়ার হতে পারে।

5. কুকিজ নীতি

আমাদের ওয়েবসাইটে কুকিজ ব্যবহার করা হয়। চাইলে ব্রাউজার থেকে ব্লক করতে পারবেন।

6. তথ্য সুরক্ষা

আমরা SSL এনক্রিপশন ও নিরাপদ সার্ভার ব্যবহার করি, তবে ১০০% নিরাপত্তার গ্যারান্টি দেওয়া সম্ভব নয়।

7. ব্যবহারকারীর অধিকার

আপনার অধিকার রয়েছে তথ্য অ্যাক্সেস, সংশোধন ও মুছে ফেলার জন্য অনুরোধ করার।

8. নীতির পরিবর্তন

সময় সময় প্রাইভেসি পলিসি পরিবর্তন হতে পারে এবং তারিখ আপডেট হবে।

9. যোগাযোগ

📧 ইমেইল: admin@wpexperthoi.com
🌐 ওয়েবসাইট: wpexperthoi.com