📜 শর্তাবলী (Terms & Conditions)
সর্বশেষ আপডেট: [20 jul 2025]
wpexperthoi.com এ আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট ব্যবহার করার পূর্বে অনুগ্রহ করে নিম্নোক্ত শর্তাবলী ভালোভাবে পড়ে নিন। আমাদের সাইট ব্যবহার বা কোর্স ক্রয় করার মাধ্যমে আপনি স্বয়ংক্রিয়ভাবে এই শর্তাবলীতে সম্মতি দিচ্ছেন।
১. সাধারণ নীতিমালা
- এই ওয়েবসাইটটি মূলত অনলাইন কোর্স বিক্রয় ও শিক্ষাদান এর জন্য ব্যবহৃত হয়।
- আমরা যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন, সংশোধন বা হালনাগাদ করতে পারি।
- ওয়েবসাইটে প্রদত্ত সব তথ্য, ছবি ও কনটেন্ট wpexperthoi.com-এর সম্পত্তি।
২. কোর্স ক্রয় ও ব্যবহার
- কোর্স ক্রয় সম্পন্ন হলে নির্দিষ্ট সময়ের জন্য আপনার অ্যাকাউন্টে এক্সেস প্রদান করা হবে।
- কোর্স কনটেন্ট (ভিডিও, পিডিএফ, ডকুমেন্ট ইত্যাদি) কোনোভাবেই কপি, শেয়ার বা পুনরায় বিক্রি করা যাবে না।
- একটি একাউন্ট শুধুমাত্র একজন শিক্ষার্থী ব্যবহার করতে পারবেন। একাউন্ট শেয়ার করলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে সাসপেন্ড হতে পারে।
৩. পেমেন্ট নীতিমালা
- কোর্স ক্রয়ের জন্য নির্ধারিত পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে হবে।
- একবার কোর্স ক্রয় করলে তা রিফান্ডযোগ্য নয়।
- আমরা কোনো অননুমোদিত ট্রান্স্যাকশন বা পেমেন্ট গেটওয়ের সমস্যার জন্য দায়ী থাকব না।
৪. ব্যবহারকারীর দায়িত্ব
- নিজের লগইন তথ্য নিরাপদে রাখবেন।
- কোনো প্রকার বেআইনি কাজ, কনটেন্ট কপি বা অন্যকে ক্ষতি করার প্রচেষ্টা করা যাবে না।
- নিয়ম ভঙ্গ করলে আপনার একাউন্ট স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে।
৫. মেধাস্বত্ব (Intellectual Property)
ওয়েবসাইটে থাকা সব কনটেন্ট, কোর্স ভিডিও, টেক্সট, লোগো ও গ্রাফিক্স wpexperthoi.com-এর মালিকানাধীন। আমাদের লিখিত অনুমতি ছাড়া এগুলো ব্যবহার বা বিতরণ করা যাবে না।
৬. দায় সীমাবদ্ধতা (Limitation of Liability)
আমাদের কোর্স সম্পন্ন করার পর শিক্ষার্থীর সফলতা বা আয় নির্ভর করবে তার নিজস্ব দক্ষতা ও প্রয়াসের উপর। শিক্ষার্থীর কোনো ক্ষতি বা লোকসানের জন্য wpexperthoi.com দায়ী থাকবে না।
৭. যোগাযোগ
যেকোনো প্রশ্ন বা তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন: